জমি নিয়ে দ্বন্দ্ব, মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৮:০৯ পিএম
নাটোরের বড়াইগ্রামে ওয়ারিশসূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের জেরে মামাতো ভাইয়ের হাঁসুয়ার কোপে ফুফাতো ভাই তোরাব আলী (৬০) নিহত হয়েছেন।
এ সময় মামাতো ভাই সুলতান আহমেদ খান রানাও (৪৫) আহত হন। তাকে গুরুতর জখম অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের ওয়ারিশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোরাব আলী ওয়ারিশ পাড়া গ্রামের সোলায়মান আলীর ছেলে এবং রানা মৃত সামাদ আলী খানের ছেলে।
নিহতের ভাগিনা মিলন হোসেনসহ স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে তোরাব আলী ও রানার পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে রানা পুকুর কেটে তাদের আরও প্রায় ৬ কাঠা জমি দখল করে নেয় এবং জোর করে তাদের জমিতেই মাটি ফেলে পুকুরের পাড় বাধে।
এ নিয়ে একাধিকবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও মামলা দায়েরের ঘটনা ঘটেছে। সকালে রানা পুকুর পাড় পরিষ্কারসহ বিবদমান জমিতে বাঁশ কাটতে গেলে তোরাব আলী তাতে বাধা দেন।
এ সময় তাদের মধ্যে তর্ক-বির্তকের এক পর্যায়ে দুই জনই হাতে থাকা হাসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রানার হাঁসুয়ার কোপে মাথায়, ঘাড়ে, পেটে ও পায়ে মারাত্বক জখম হয়ে তোরাব আলী ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে রানার শরীরেরও বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা রানাকে হাসপাতালে নেন। ঘটনার পর থেকে রানার স্বজনরা পলাতক রয়েছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।