Logo
Logo
×

সারাদেশ

‘বিএনপি ধর্মীয় ভেদাভেদে বিশ্বাসী না’-নেত্রকোনায় আলমগীর খসরু

Icon

কেন্দুয়া ( নেত্রকোনা) প্রতিনিধি :

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০২:৩৪ পিএম

‘বিএনপি ধর্মীয় ভেদাভেদে বিশ্বাসী না’-নেত্রকোনায় আলমগীর খসরু

মন্দিরে অনুদান বিতরণ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. সৈয়দ আলমগীর খসরু বলেছেন, আমরা সবাই বাংলাদেশে জন্মেছি, সকল ধর্মের মানুষই এদেশের। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা সবাই সমান অধিকার নিয়ে আছি। ধর্ম যার যার, উৎসব সবার। বিএনপি ধর্মীয় ভেদাভেদে বিশ্বাসী না, ভবিষ্যতেও ভেদাভেদ থাকবে না। এবার নির্বিঙ্গে পূজা উদযাপনের লক্ষ্যে বিএনপির প্রতিটি নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মত কাজ করেছে। 

শনিবার রাতে নেত্রকোনার কেন্দুয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় কেন্দুয়া উপজেলার বিভিন্ন মন্দিরে অনুদান বিতরণ করা হয়।

ড. সৈয়দ আলমগীর খসরু আরও বলেন, আমরা মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নির্বিশেষে একটি শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে এসেছি। এখানে আমরা সবাই সমান। আমরা কারো সঙ্গে কারো বিভেদ করি না।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজনু রহমান খন্দকার ও কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাসসহ অনন্য নেতৃবৃন্দ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম