Logo
Logo
×

সারাদেশ

বড়াইগ্রামে জমি নিয়ে দ্বন্দ্বে একজনের মৃত্যু

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০১:১৫ পিএম

বড়াইগ্রামে জমি নিয়ে দ্বন্দ্বে একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউনিয়নের ওয়ারিশপুর গ্রামে বিবাদমান পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তোরাব আলী খাঁন নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তোরাব আলী খাঁন উপজেলার গোপালপুর ইউনিয়নের ওয়ারিশপুর গ্রামের মৃত সোলায়মান আলী খাঁনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার মৃত সামাদ আলীর ছেলে রানার সাথে তোরাব আলীর একটি পুকুরের জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। রোববার পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সকাল দশটার দিকে রানার সঙ্গে তোরাব আলির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোক জড়ো হলে রানার পক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তোরাব আলীর কপালে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর বাজারে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ওসি জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম