Logo
Logo
×

সারাদেশ

শেরে বাংলা মেডিকেল কলেজে আগুন

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১১:৪৮ এএম

শেরে বাংলা মেডিকেল কলেজে আগুন

ছবি: সংগৃহীত

বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সা‌র্ভি‌সের ৭টি ইউনিট।

রোববার সকাল ১০টায় হাসপাতালের নতুন ভবনে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের উপ পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন। 

তিনি জানান, সকাল ১০টায় হাসপাতালের নিচতলায় বৈদ্যুতিক সার্কিট বোর্ডে শর্ট সার্কিট থেকে ধোয়া বেরুতে থাকে। ধোয়ার তীব্রতা হাসপাতাল ভবনের পুরো ৫ তলা আচ্ছন্ন করে ফেলে। তাৎক্ষণিক সেখানে থাকা প্রায় ৫শ’ রোগী বাইরে বের করে আনা হয়। পরে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের লোকজন এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করাসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ধোয়া বেরুনো বন্ধ হয়নি। বর্তমানে রোগীদের হাসপাতালের বাইরে মাঠে রাখা হয়েছে। 

তিনি আরও জানান, রুগীদের হাসপাতালের পুরোনো ভবনে স্থানান্তরের কাজ চলছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজন শামিম আহম্মেদ বলেন, ধোয়ায় সব আচ্ছন্ন হয়ে যাওয়ার পর রোগী ও তার স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই তাড়াহুড়ো করে বাইরে বেড়িয়ে আসতে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম