ভিমরুলের কামড়ে প্রাণ গেল ইমামের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ পিএম
![ভিমরুলের কামড়ে প্রাণ গেল ইমামের](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/12/Vimrul-670a8bf9047a2.jpg)
ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। তার নাম ইমাম আবুল কাসেম। তিনি উপজেলার দুধনই গ্রামের বাসিন্দা ও দুধনই বড় মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুরে নৌকায় দুই সন্তানকে নিয়ে বন্যার পানিতে বের হোন। এ সময় তাকে ভিমরুলে কামড় দেয়। পুরো শরীরে ভিমরুল কামড়ালে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।