Logo
Logo
×

সারাদেশ

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আলেম ওলামাদের

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ পিএম

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আলেম ওলামাদের

খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার দিনব্যাপী শানে রেসালাত মহাসন্মেলনে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। তারা মুসলমানদের বিভিন্ন ভাবে বিভ্রান্ত করছে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরোধী। 

শানে রেসালাত মহাসন্মেলন সভাপতিত্ব করেন সংগঠনের মানিকগঞ্জ জেলা সভাপতি মুফতি শাহ সাইদ নূর। 

সম্মেলনে বক্তারা আরও বলেন, কাদিয়ানীদের অবাধে এই জমিনে কাজ করতে দেওয়া হয় এবং অতিদ্রুত তাদের অমুসলিম ঘোষণা না করা হলে এ দেশের আলেম-ওলামারা পুরো দেশবাসীকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে। আমরা কোন আইন হাতে তুলে নিতে চাই না। কিন্তু রাসুলের সঙ্গে বেয়াদবি আমরা বরদাশত করব না। আমরা আশা করি সরকার দায়িত্বশীল কাজ করবে এবং এদের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দিবে না।

তারা বলেন, ধৈর্য্যরে একটা সীমা আছে, আমরা বছরের পর বছর অপেক্ষা করতে পারব না। যদি কাদিয়ানীদের দ্রুত অমুসলিম ঘোষণা করা না হয় তাহলে দেশবাসী নিজেরাই ব্যবস্থা নিতে বাধ্য হবে।

বক্তারা বলেন, ভারত সহ বিভিন্ন স্থানে উসকানি মূলক ভাবে বিশ্ব মানবতার মহান দূত প্রিয় রাসুল (সা) অবমানা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও বিচার দাবি করছি। রাসুল (সা) সম্মান রক্ষায় প্রয়োজনে জিহাদ করতে হলেও আমরা করব।

সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল, মুফতি শামসুল আরেফিন খান সাদী প্রমুখ।

অনুষ্ঠানে পাকিস্তানের জনপ্রিয় নাশিদ শিল্পী হাবিবুল্লাহ আরমানি, নাশিদ শিল্পী মুশফিক বিন জামাল সহ স্থানীয় শিল্পীরা ইসলামী গান পরিবেশন করেন।

সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে অনুষ্ঠান। সারা দিন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা চললেও মূল আলোচনা শুরু হয় সন্ধ্যার পূর্বে। হাজার হাজার ইসলমা প্রিয় জনতা সারা দিন অনুষ্ঠান উপভোগ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম