পুকুর দখলের চেষ্টা, সিংড়ায় বিএনপি নেতা শোকজ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১১:০৩ পিএম
দলের নির্দেশনা অমান্য করায় নাটোরে এক বিএনপি নেতাকে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর গ্রামের একটি মাদ্রাসার লীজকৃত জলাশয় অবৈধভাবে দখলের চেষ্টা করেছেন তিনি। নাটোর সদর উপজেলার ৩ নং দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তিনি। তার নাম সাইফুল ইসলাম।
নাটোর সদর বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। এতে তাকে ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার নাটোর সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফয়শাল আলম আবুল স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলামকে পার্শ্ববর্তী সিংড়া উপজেলায় গিয়ে একটি মাদ্রাসার পুকুর দখলের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। যা বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের শামিল।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে সিংড়া উপজেলার ঢাকঢোর ডাঙ্গাপাড়া এলাকায় মোটর সাইকেল শো-ডাউন করে মদনডাঙ্গা নদী দখলের চেষ্টা চালান বিএনপি নেতা সাইফুল ইসলাম। পরে গ্রামবাসী প্রতিরোধের মুখে মোটরসাইকেল রেখে সবাই পালিয়ে যান। এ সময় স্থানীয় জনতা পাঁচটি মোটর সাইকল ভাংচুর করে। খবর পেয়ে সিংড়া উপজেলা প্রশাসন মোটরসাইকেল গুলো জব্দ করে থানায় পাঠান।