Logo
Logo
×

সারাদেশ

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১০:৪৬ পিএম

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শেরপুরের একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। 

বুধবার ভোর ৩টায় কুয়াকাটা থেকে ঢাকায় ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর দিকপাড়া গ্রামের নাজিমদ্দিনের ছেলে মো. মোতালেব হাসেন (৪৫), তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩০), ছেলে শোয়াইব (৪) ও মেয়ে মুক্তা (১২)। মোতালেব হোসেন সেনাবাহিনীতে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয় ও পরিবারিরক সূত্রে জানা যায়, মোতালেব ঢাকার ভাষানটেকে বাস করতেন। দুই দিন আগে পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন তারা। সেখান থেকে ঢাকায় ফেরার পথে গাড়িটি পিরোজপুর সদর উপজেলার নূরানী গেট নামক স্থানে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। 

স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিতদের বের করার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর স্থানীয় চৌকিদারের মাধ্যমে তারা পিরোজপুর সদর থানায় বিষয়টি অবহিত করেন। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় সাবেক মেম্বার ইন্তাজ আলী বলেন, মোতালেব সেনাবাহিনীতে চাকরি করতেন। তার বাবা ছিলেন দিনমুজুর। একটি বোন প্রতিবন্ধী, বাবা-মা অসুস্থ। দিনমজুরের একমাত্র কর্মক্ষম সন্তান ছিলেন মোতালেব। এ মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের সদস্যদের আহাজারি আর কান্না থামছেই না। চলছে শোকের মাতম। পরিবারকে দেখাশোনার মতো কেউ থাকল না। সরকার যেন এই পরিবারের চলার মতো একটা ব্যবস্থা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম