কলাপাড়ায় বিএনপির বিরুদ্ধে ১৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১০:৩৪ পিএম
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিরুদ্ধে ১৪ কোটি টাকা চাঁদাবাজি করে ফান্ড গঠনের অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান হাওলাদার।
বৃহস্পতিবার কলাপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ৫ আগস্টের পর কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ থেকে মাছ বাজার, স্লুইসগেট, স্কুল, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ পর্যন্ত দখল হয়ে গেছে। এছাড়া চাঁদাবাজি হচ্ছে প্রতিটি এলাকায়। মিথ্যা মামলায় বিভিন্ন দলের নেতাকর্মীদের জড়ানো এবং মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। এভাবে গত তিন মাসে ১৪ কোটি টাকার বেশি চাঁদা আদায় করে ফান্ড গঠন করা হয়েছে।
শুধু নীলগঞ্জের ১৩টি স্লুইসগেট থেকে সাত কোটি ২০ লাখ টাকা চাঁদাবাজি করা হয়েছে বলে জানান তিনি। তাছাড়া মুক্তিযোদ্ধা সংসদ ভবনের একটি কক্ষ দখল করে নিজের অফিস করেছেন ফারুক গাজী নামে ব্যক্তি। কলাপাড়া ফেরিঘাটে অন্তত দুই হাজার স্কায়ার ফিট জায়গা দখল করে বহুতল ভবনের কাজ করছেন এক ব্যক্তি। তিনি এ চাঁদাবাজদের বিরুদ্ধে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
একই সঙ্গে তার ও তাদের দলের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানান। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। তিনি বলেন, ৫ আগস্টের পর কলাপাড়ার মানুষ শান্তিতে আছেন। কোনো ধরনের চাঁদাবাজি, দখল বাণিজ্যের ঘটনা ঘটেনি।
উল্টো তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করে বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগের তথ্য-প্রমাণ দাখিল করতে না পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।