চাটমোহরে রাসূলকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে যুবক আটক
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১০:৩১ পিএম
আটক আতিকুর রহমান সাগর। ছবি: সংগৃহীত
পাবনার চাটমোহরে ইসলাম ধর্ম ও রাসূলকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তির প্রতিবাদে আতিকুর রহমান সাগর (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিপুর বরুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে হরিপুর ইউনিয়নের বরুরিয়া গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে। এ ঘটনায় থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আতিকুর রহমান সাগর মঙ্গলবার ও বুধবার ইসলাম ধর্ম ও নবী রাসূলকে (সা.) নিয়ে তার ফেসবুকে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথা লিখে পোস্ট দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে উত্তেজিত হয়ে পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে এ ঘটনার পর গা-ঢাকা দেয় আতিকুর রহমান সাগর। পরে তাকে লুকিয়ে থাকা অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। এ ঘটনায় মুফতি মাহমুদ হাসান নামের এক ব্যক্তি বৃহস্পতিবার বিকালে বাদী হয়ে আতিকুর রহমান সাগরের নামে থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া এবং আতিকুর রহমান সাগরের বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেন। পৌর শহরের স্টার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে এবং প্রতিবাদ সভার মধ্য দিয়ে শেষ হয়।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, অভিযুক্ত আতিকুর রহমান সাগরের নামে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।