Logo
Logo
×

সারাদেশ

ফার্স্ট ক্লাস পেয়েছেন জুলাই বিপ্লবের শহিদ ওয়াসিম

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১০:২৪ পিএম

ফার্স্ট ক্লাস পেয়েছেন জুলাই বিপ্লবের শহিদ ওয়াসিম

জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ হন চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র ওয়াসিম আকরাম। বুধবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তার পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন; কিন্তু ফলাফল তিনি দেখে যেতে পারলেন না। 

ফল প্রকাশিত হওয়ার আগেই ঘাতকের বুলেট তার প্রাণপ্রদীপ নিভিয়ে দেয়। শহিদ ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ফল প্রকাশিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফসবুকে তার রেজাল্ট শিটটি শেয়ার করেন সতীর্থরা। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়।

শহিদ ওয়াসিম আকরাম ছাত্রদলের চট্টগ্রাম কলেজে শাখার যুগ্ম আহবায়ক ছিলেন। ১৬ জুলাই বিকালে নগরীর ষোলশহর স্টেশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল; কিন্তু নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগ আগেই স্টেশন চত্বর দখলে নেয়। সংঘর্ষ এড়াতে শিক্ষার্থীরা এক কিলোমিটার দূরে মুরাদপুরে সমবেত হয়। বিকাল পৌনে ৩টার দিকে ছাত্রলীগ ও যুবলীগ নেতারা শিক্ষার্থীদের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত ঘটে। 

এ সময় ছাত্রলীগ-যুবলীগের অন্তত আট সদস্যকে প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি ছুড়তে দেখা যায়। ওই দিন অস্ত্রধারীদের গুলিতে ওয়াসিমসহ তিনজনের মৃত্যু হয়। আহত হন কয়েকশ ছাত্র-জনতা।

মেধাবী ছাত্রনেতা ওয়াসিম আকরামের সৌদি প্রবাসী বাবা শফিউল আলম। দুই ভাই ৩ বোনের মধ্যে ওয়াসিম দ্বিতীয়। তিনি ২০১৭ সালে কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নের মেহেরনামা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৯ সালে বাকলিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম