Logo
Logo
×

সারাদেশ

দোহার-নবাবগঞ্জ

পুরোনো ভিডিও দিয়ে প্রতিমা ভাঙচুরের গুজব!

Icon

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১০:১৭ পিএম

পুরোনো ভিডিও দিয়ে প্রতিমা ভাঙচুরের গুজব!

ঢাকার দোহারের দক্ষিণ জয়পাড়ায় একটি পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে গুজব ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোহার ও পাশের উপজেলা নবাবগঞ্জসহ পুরো ঢাকা জেলায় সব মণ্ডপে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ ঘটনার পর পরই বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে দোহার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে দোহারে যে প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ছড়ানো হয়েছে এটি মূলত গত বছরের। আইনশৃঙ্খলা অবনতির জন্য কোনো একটি মহল এটি ছড়িয়েছে বলে জানান তিনি। 

আশরাফুল আলম বলেন, ভিডিওতে যে দৃশ্য দেখানো হয়েছে ওই মন্দিরে কোনো প্রকার ভাঙচুর হয়নি। এসময় তিনি গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এদিকে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দোহারের ৪৪টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা।

দোহার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমিতাভ পাল অপু জানান, দোহারের কোনো পূজামণ্ডপ ভাঙচুর হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে। এ বছর দোহারের সব পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সুন্দরভাবে পূজার অনুষ্ঠানিকতা শেষ হবে বলে প্রত্যাশা করেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম