Logo
Logo
×

সারাদেশ

কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে ৬ হাজার কেজি ইলিশ রপ্তানি

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১০:১১ পিএম

কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে ৬ হাজার কেজি ইলিশ রপ্তানি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শরীফপুর ইউনিয়নের চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুই দফায় ভারতে ৬ হাজার ১৭৫ কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ৩ হাজার ৪৫০ কেজি মাছ রপ্তানি হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর প্রথম ধাপে ২ হাজার ৭২৫ কেজি রপ্তানি হয়। 

প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মাহফুজ হোসেন জানান, সরকার অনুমোদিত রপ্তানিকারক প্রতিষ্ঠান ফাটিয়া ইন্টারন্যাশনাল দুই দফায় ৬ হাজার ১৭৫ কেজি মাছ রপ্তানি করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম