Logo
Logo
×

সারাদেশ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব

মিডিয়া সংস্কার কমিশনে মফস্বল সাংবাদিকদের প্রতিনিধিত্ব থাকবে

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ পিএম

মিডিয়া সংস্কার কমিশনে মফস্বল সাংবাদিকদের প্রতিনিধিত্ব থাকবে

সরকারের মিডিয়া সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। এটি গঠিত হলে সেখানে মফস্বল সাংবাদিকদের প্রতিনিধিত্ব থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, বাংলাদেশে মিডিয়ার সবচেয়ে বড় স্টেকহোল্ডার মফস্বলের সাংবাদিকরা। তাদের মাধ্যমে জানতে পারি সারা দেশে কী হচ্ছে। রাজধানী ঢাকার তুলনায় মফস্বলের সাংবাদিকদের অধিক পরিশ্রম করতে হয়। তাই আমরা চেষ্টা করব তাদের একজন প্রতিনিধি যাতে এই সংস্কার কমিশনে থাকে। যাতে তাদের ভয়েসটি সেখানে থাকে। যাতে তারা নিজেদের কাজের স্বীকৃতি পান। রেমুনেশন পান। আমরা নিশ্চিত, মফস্বলের সাংবাদিকেরা সেটি দেখতে পাবেন।

প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার মাগুরায় দুর্গাপূজা উপলক্ষে মাগুরার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতে দেখেছি, যাদের সাংবাদিকদের লিডার মনে করতাম তারা আমাকে আপনাকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধির কাজটি করে গেছেন। ইকোনমিক্যালি রিচ হয়েছেন। অনেকে উত্তরা, বারিধারা, পূর্বাচলে প্লট পেয়েছেন। অথচ মাঠের যারা সাংবাদিক তাদের কথা শোনা যায়নি। ওই সব সাংবাদিক নেতারা সবার কথা ভাবছেন না। আমরা চাই যিনি সাংবাদিকতায় আসবেন তিনি যেন ডিগনিটির সাথে কাজটি করতে পারেন। তিনি যেন নিজের মেধা ও পরিশ্রমের রিওয়ার্ড পান। এজন্য এক্টিভিজম হতে হবে। সবাইকে নিজের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে।

এ সময় মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমউল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডুসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম