Logo
Logo
×

সারাদেশ

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা, বিচার চাওয়ায় হুমকি

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৯:৪০ পিএম

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা, বিচার চাওয়ায় হুমকি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় এক যুবকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। আর এ হত্যাকারীর বিচার দাবি করায় খুনিদের হুমকিতে নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। 

বুধবার বিকালে কুমড়াশাসন গ্রামের মফিজ উদ্দিন তার ছেলের হত্যাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় হত্যাকারীদের হুমকিতে ওই পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

তারা এ বিষয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। জানা যায়, ৭ অক্টোবর মতিউর রহমানের ছেলে রানা মিয়াসহ কতিপয় লোকজন মফিজ উদ্দিনের ছেলে আমিনুল হাসান কমলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর রানা মফিজ উদ্দিনের বাড়িতে গিয়ে জানায় তার ছেলে মুমিনুল পানিতে পড়ে গেছে। মফিজ উদ্দিন দ্রুত ঘটনাস্থলে লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ নিয়ে যান। 

কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

পুলিশের সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয় নিহতের মুখ দিয়ে রক্ত বের হয় ও ঠোঁটে এবং মুখের বামপার্শ্বে অঘাতের চিহ্ন রয়েছে। 

মফিজ উদ্দিন ও তার ছেলে কাউসারের অভিযোগ, আমিনুলের হত্যাকারীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলার অনুরোধ করলেও তা না নিয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম