Logo
Logo
×

সারাদেশ

আনোয়ারায় পূজা মণ্ডপের সরকারি বরাদ্দ আত্মসাৎ

Icon

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৯:৪০ পিএম

আনোয়ারায় পূজা মণ্ডপের সরকারি বরাদ্দ আত্মসাৎ

চট্টগ্রামের আনোয়ারায় পূজা মণ্ডপের সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ উঠেছে সদর ইউনিয়নের বোয়ালগাঁও এলাকার মেঘলেন মিত্র নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে। 

বুধবার বিকালে বিবেক মিত্র নামে স্থানীয় এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ অভিযোগ করেন। 

অভিযোগে বিবেক মিত্র উল্লেখ করেন, প্রতি বছর আনোয়ারা সদর ইউনিয়নের বোয়ালগাঁও গ্রামে তাদের নিজ বাড়িতে একটি পূজা মণ্ডপে পূজা করে। এজন্য সরকারি বরাদ্দকৃত চাল-টাকাও তারা পেয়ে থাকেন। 

এ বছর মেঘলেন মিত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ডের পূজা উদযাপন পরিষদের সভাপতি হলে তাদের মণ্ডপের না বাতিল করে নিজ বাড়ির পাশে আনন্দ মার্গো স্কুল এর নামে পূজা মণ্ডপ দেখিয়ে সরকারি বরাদ্দের চাল তিনি রেখে দেন। অথচ এ নামে কোন পূজা মণ্ডপ নেই। তবে অভিযোগ অস্বীকার করে মেঘলেন মিত্র বলেন, বিবেক মিত্রের পূজা মণ্ডপে বঙ্গবন্ধুর নাম থাকায় আমি বাতিল করেছি। 

আনন্দ মার্গো স্কুলে ঘট পূজা হচ্ছে, ওই বরাদ্দ আমি সেখানে দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম