Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর সোমেশ্বরীতে ভাসল যুবকের লাশ

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ পিএম

নিখোঁজের ২ দিন পর সোমেশ্বরীতে ভাসল যুবকের লাশ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আদিবাসী যুবক রুয়েল রিছিলের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ঘটনাস্থলেই তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। 

গত মঙ্গলবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া বটতলা জিরো পয়েন্ট এলাকায় রুয়েল নিখোঁজ হন। রুয়েল একই ইউনিয়নের দাহাপাড়া গ্রামের আদিবাসী কৃষক অনুত সাংমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমেশ্বরী নদীতে পানি কমে যাওয়ায় গত মঙ্গলবার বিকালে রুয়েলসহ চার বন্ধু মিলে নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে চোরাবালির গর্তে পড়ে যায় রুয়েল রিছিল। তার চিৎকার শুনে সঙ্গে থাকা তিন বন্ধু তাকে উদ্ধার করতে গেলে তারাও গর্তে পড়ে যায়। এ সময় নদীর পাড় থেকে বিষয়টি দেখে স্থানীয় বাসিন্দা আল আমিন দ্রুত নৌকা নিয়ে ছুটে এসে তিনজনকে উদ্ধার করতে পারলেও স্রোতে ভেসে যায় রুয়েল রিছিল। 

পরে স্থানীয়রা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই দিন সন্ধ্যা থেকে উদ্ধার তৎপরতা শুরু করে। দুই দিনে তারা উদ্ধারে ব্যর্থ হয়। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে রুয়েলের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

নিহত রুয়েলের বন্ধু দারউইন মারাক জানান, আমরা চার বন্ধু মিলে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে যাই। এই সময় রুয়েল দুই-তিনবার নদীতে জাল ফেলার পর হঠাৎ চিৎকার শুরু করে। আমরা চিৎকার শুনে দ্রুত তাকে উদ্ধার করতে গেলে আমরাও গর্তে পড়ে যাই। পরে স্থানীয় এক ব্যক্তি আমাদের উদ্ধার করেন কিন্তু আমাদের বন্ধু রুয়েল নিখোঁজ হয়ে যায়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি হৃদয়বিদারক, মৃতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম