Logo
Logo
×

সারাদেশ

বরিশালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ পিএম

বরিশালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা

কোটা সংস্কার আন্দোলন চলাকালে বরিশালে বিএনপির শান্তি মিছিলে হামলার ঘটনায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৫৫৭ জন নামধারী নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। 

এ মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমসহ শীর্ষ একাধিক নেতাকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে এক হাজার নেতাকর্মীকে। 

বুধবার রাতে কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার। থানার ওসি মিজানুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। 

মামলায় উল্লেখযোগ্য বাকি আসামিরা হলেন, বরিশালের সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর। 

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম বরিশালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের হলো। এর আগে দায়ের হওয়া আরো ৩টি মামলায় স্থানীয় নেতাদের আসামি করা হয়। 

গত ১৯ জুলাই নগরীর সিঅ্যান্ডবি সড়কে বিএনপির শান্তি সমাবেশে হামলার অভিযোগ এনে বুধবার মামলাটি দায়ের করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে। 

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই বিকালে নগরীর সিএন্ডবি রোড চৌমাথা এলাকায় বিএনপির ঘোষিত শান্তি সমাবেশ (শোক র‌্যালি) কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ হামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে পূর্বপরিকল্পিতভাবে হয়েছে। তখন হত্যার উদ্দেশ্যে বাদী ও কয়েকজন সাক্ষীকে কুপিয়ে-পিটিয়ে রক্তাক্ত জখম করে বলে মামলায় উল্লেখ করা হয়। 

এছাড়াও এজাহারে আসামিদের বিরুদ্ধে গুলি ও ককটেল বিস্ফোরণ, স্বর্ণের চেইন, মোবাইল, টাকা ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম