Logo
Logo
×

সারাদেশ

নাটোরে সর্বদলীয় ছাত্র ঐক্যের আত্মপ্রকাশ, নেই ছাত্রলীগের কেউ

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পিএম

নাটোরে সর্বদলীয় ছাত্র ঐক্যের আত্মপ্রকাশ, নেই ছাত্রলীগের কেউ

নাটোরে সর্বদলীয় ছাত্র সংগঠনের ঐক্য নাটোর স্বার্থ রক্ষা কমিটির আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কানাইখালীতে সংগঠনটির কার্যালয়ে আত্মপ্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সংগঠনটির কমিটিতে রাখা হয়েছে। তবে ছাত্রলীগের কাউকে কমিটিতে রাখা হয়নি। 

অনুষ্ঠানে রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে ৫২ সদস্যের আংশিক আহবায়ক কমিটি প্রকাশ করা হয়। 

অনুষ্ঠানে নাটোর স্বার্থ রক্ষা কমিটির প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ বলেন, সম্প্রীতি-ঐক্য-শৃঙ্খলা মূলনীতিকে ধারণ করে 'কারো সাথে সংঘাত নয়, ভালো উদ্যোগের সাথে আমরা’ স্লোগানে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। নাটোর স্বার্থ রক্ষা কমিটি হচ্ছে সাম্য, মর্যাদা নিশ্চিত করে আগামীর সুন্দর, মানবিক, বাসযোগ্য নাটোর জেলা বিনির্মাণের লক্ষ্যে সব দল-মত, ধর্ম-বর্ণ এবং শ্রেণি-পেশার একত্রিত জোট। এটি হবে যুব নেতৃত্বাধীন সংগঠন। 

অনুষ্ঠানে সংগঠনটির আহবায়ক আবদুল্লাহ আল নোমান পিয়াস, সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ, এনএস কলেজ ছাত্রদলের আহবায়ক এসএম জুবায়ের হোসেন, নাটোর পৌর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আল আমিন, ছাত্র অধিকার পরিষদ নাটোর জেলা সভাপতি ইফতেখার শাওন, ইসলামী ছাত্র আন্দোলন নাটোর জেলা সহ-সভাপতি জামিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম