Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৬:২৩ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে যানবাহন ও ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ার ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের ভোগান্তির শেষ নেই। 

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্টেশনে সরেজমিন চট্টগ্রামমুখী লেনে বিশাল যানজট দেখা যায়।

বিকাল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত চট্টগ্রামমুখী প্রায় ৩০ কিলোমিটার সড়কজুড়ে ছোট-বড় যানবাহনের যানজট লেগে আছে। ঢাকামুখী লেনে যানজট না থাকলেও যানবাহন চলছে  ধীরগতিতে। 

চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে যাত্রাবাড়ী থেকে গাড়িতে উঠে আল-আমিন বলেন, পাঁচ ঘণ্টায় গৌরীপুর বাসস্টেশনে আসলাম। বাকি পথ যেতে কতক্ষণ লাগে আল্লাহ ভালো জানেন।

মিরাজুল ইসলাম নামের আরেক যাত্রী বলেন, টানা চার দিনের ছুটি পেয়ে পরিবার নিয়ে চট্টগ্রামের বাঁশখালী গ্রামের বাড়ি যাচ্ছি, সকালে গাড়িতে উঠে এখন গৌরীপুর আসলাম, বাচ্চারা খুব কান্না করছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, দুর্গাপুজার টানা ৪ দিনের ছুটিকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ লাগবে যানজট নিরসনে আমরা কাজ করছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম