Logo
Logo
×

সারাদেশ

ইমামকে কুপিয়ে আহত করায় মাদক ব্যবসায়ীকে গণপিটুনি

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পিএম

ইমামকে কুপিয়ে আহত করায় মাদক ব্যবসায়ীকে গণপিটুনি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় এক মসজিদের ইমামকে কুপিয়ে আহত করার ঘটনায় মিজানুর রহমান মিজু নামে এক মাদক ব্যবসায়ী গণপিটুনিতে নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে মাদক ব্যবসার তথ্য দেওয়ার জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে যাদুপুর নদী ঘাট থেকে একই নৌকায় বালিয়াডাঙ্গা আসছিলেন মসজিদের ইমাম মোহাম্মদ হোসেন ও মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিজু। নৌকাটি বালিয়াডাঙ্গা ঘাটে পৌঁছলে মোটরসাইকেল নিয়ে নৌকা থেকে নামার সময় ইমাম মোহাম্মদ হোসেনকে পেছন থেকে হাঁসুয়া দিয়ে আঘাত করে মিজু। ইমামকে আঘাতের পর পালিয়ে যেতে চাইলে মিজুকে ধরতে যায় হারুন অর রশিদ নামে এক ব্যক্তি। এ সময় তিনিও মিজুর হাঁসুয়ার আঘাতে গুরুতর আহত হন। 

এ সময় মিজু নদী সাঁতরে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেন। পরে ৯৯৯ নাম্বারে খবর পেয়ে পুলিশ গিয়ে মিজুকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মেহদি হাসান জানান, মোহাম্মদ হোসেন শিমুলতলা বালুরচর মোড় মসজিদের ইমাম। এলাকায় তিনি মাদকের বিরুদ্ধে সোচ্চার। মসজিদ এবং তার আশপাশের এলাকায় মাদক সেবন ও বিক্রয় না করতে মাদকসেবী ও ব্যবসায়ীদের বলতেন তিনি। মিজুসহ কয়েকজন এলাকায় মাদক বিক্রি এবং সেবন করত। সেই সূত্র ধরেই আজকের ঘটনা ঘটেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ আলী সুইট জানান, সকাল ১০টার দিকে মিজানুর রহমান মিজু নামে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পরে ইসিজি করে জানতে পারি তিনি মারা গেছেন। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম জাকারিয়া জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীকে মাদক ব্যবসার তথ্য দেওয়ার জের ধরে মসজিদের ইমাম মোহাম্মদ হোসেনকে হাঁসুয়ার আঘাতে কুপিয়ে জখম করে মিজানুর রহমান মিজু। এ ঘটনার জের ধরে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণপিটুনি দেন। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। গুরুতর আহত ইমাম মোহাম্মদ হোসেন ও হারুন অর রশিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম