ফরিদপুরে চাঁদাবাজির মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:২৯ পিএম
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেনকে (৫২) চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে তাকে ফরিদপুর শহরের রাজবাড়ি রাস্তার মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোফাজ্জেল হোসেন ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গী হাট গ্রামের বাসিন্দা মৃত পরশউল্লার ছেলে। গ্রেফতার হওয়া মোফাজ্জেলের বিরুদ্ধে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ আলী ডাঙ্গী গ্রামের বাসিন্দা আবুল কাশেম সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে মোফাজ্জেলকে এক নম্বর আসামি করে ১৪ জনের নামে একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল কুমার বিশ্বাস জানান, এ মামলার এক নম্বর আসামি মোফেজ্জেলকে সোমবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।