সাবেক ভূমিমন্ত্রী-সাবেক অর্থ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:২৯ পিএম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ২৬২ জন আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে সহিংসতা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে আনোয়ারা উপজেলার বিএনপি কর্মী তৌহিদ মিয়া (৩৪) বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজহারভুক্ত হাইভোল্টেজ নেতারা হলেন- সাবেক ভূমিমন্ত্রীর ছোটো ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, জাবেদের পিএস রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম, জেলা পরিষদের সদস্য এসএম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমএ মান্নান মান্না।
উপজেলার ইউপি চেয়ারম্যানদের মধ্যে রয়েছেন- নোয়াব আলী, এম কাইয়ুম শাহ, আমিন শরীফ, শামসুল ইসলাম, হাছনাইন জলিল চৌধুরী শাকিল, অসিম কুমার দেব, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আজিজুল হক বাবুল, কলিম উদ্দিন, মাস্টার ইদ্রীচ। সাবেক ইউপি চেয়ারম্যানদের মধ্যে রয়েছে- ইয়াসিন হিরু, শাহাদাত হোসেন, আবু ছৈয়দ চেয়ারম্যান।
উপজেলা আওয়ামী লীগ নেতা- জাফর উদ্দিন চৌধুরী (ভিপি জাফর), সুগ্রীব মজুমদার দোলন, বুরহান উদ্দিন চৌধুরী মুরাদ, জসিম উদ্দিন, আবদুল মালেক, সাহাব উদ্দিন, হাফেজ কাসেম, আলী আব্বাস (ডুমুরিয়া)। দক্ষিণ জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের। উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু, মোজাম্মেল হক (গাছ মোজাম্মেল), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমএ রহিম, সাংগঠনিক সম্পাদক শামিমুর রহমানসহ এজাহারনামীয় ১১২ জন এবং অজ্ঞাতনামা ১০০-১৫০ জন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ২০ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৫০০-৬০০ শতাধিক নেতাকর্মী পিএবি সড়কের কালাবিবির দীঘির মোড়ে সমাবেশের জন্য সমবেত হলে বিকাল ৫টার দিকে এজাহারনামীয় আসামিরা দেশি ও বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে, কিরিচ, লোহার রড এবং লাঠিসোটা নিয়ে সমাবেশে সমবেত বিএনপির নিরস্ত্র নিরীহ নেতাকর্মীদের ওপর হামলা করে।
হামলায় ১৮-২০ জন বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। এ সময় বাদী তৌহিদ মিয়া এবং নয়ন নামের বিএনপি কর্মীকে মোহাম্মদপুর পাহাড়ের টিলায় নিয়ে যায় আসামিরা। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে উদ্ধার হয়ে ২ মাস চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরেন তারা।
মামলার বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিপক্ষের ওপর সহিংসতার মামলা হয়েছে।