Logo
Logo
×

সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলন ছিল ছাত্র-জনতার: উপদেষ্টা ফরিদা আখতার

Icon

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:২৫ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলন ছিল ছাত্র-জনতার: উপদেষ্টা ফরিদা আখতার

বৈষম্যবিরোধী আন্দোলন ছিল ছাত্র-জনতার। কোটা এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদের আন্দোলন ছিল বৈষম্যবিরোধী আন্দোলন। 

মঙ্গলবার টাঙ্গাইল জেলার দেলদুয়ারে পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খামারিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ কথা বলেন। 

খামারিদের উদ্দেশ্যে তিনি বলেন, ডিম, পোলট্রি ও মাছের উৎপাদন খরচ কমাতে বাণিজ্যিক খাবারের উপর নির্ভরশীলতা কমাতে হবে। নিজে খাবার তৈরি করে ব্যবহার করতে হবে। 

তিনি বলেন, আমরা স্বাধীন খামারি হবো, কনট্রাক্ট খামারি হবো না। তিনি দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানের উপর জোর দিয়ে বলেন, চায়না দোয়ারী জাল দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের প্রধান বাধা। প্রয়োজনে এর উৎপাদন কারখানাগুলো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আব্দুল্লাহ্ আল-নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদ প্রমুখ।   

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম