Logo
Logo
×

সারাদেশ

পাবনায় প্রতিমা ভাঙচুরের অভিযোগে আটক বাচ্চুর স্বীকারোক্তি

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১০:৫১ পিএম

পাবনায় প্রতিমা ভাঙচুরের অভিযোগে আটক বাচ্চুর স্বীকারোক্তি

পাবনার সুজানগর উপজেলার পালপাড়া ও ঋষিপাড়ায় প্রতিমা ভাংচুর করার অভিযোগে আটক বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু (৩৪) আদালতে ১৬৪ ধারায় প্রতিমা ভাঙচুরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার বিকাল ৫টায় পাবনার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মো. মোরতোজা আলী। একই দিন দুপুরে বাচ্চুকে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

শনিবার বিকালে রাজবাড়ী জেলা থেকে বাচ্চুকে আটক করা হয়। আটককৃত আগুন বাচ্চু সুজানগর পৌর এলাকার মসজিদপাড়ার মো. লোকমান হোসেনের ছেলে।

পুলিশ সুপার জানান, গত ১ অক্টোবর রাতে পাবনার সুজানগর উপজেলার পালপাড়া ও ঋষিপাড়া মন্দিরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে নির্মিত ৬টি প্রতিমা ভাংচুর করা হয়। এ ঘটনায় ওই দিনই পালপাড়া মন্দির কমিটির সভাপতি বিজন কুমার পাল সুজানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ তথ্য অনুসন্ধান করে বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু নামের এক ব্যক্তিকে সন্দেহ করে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ী থেকে তাকে আটক করে।

পুলিশ সুপার জানান, বাচ্চু সোমবার দুপুরে পুলিশের কাছে ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তার কোনো প্রকার রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বাচ্চুর উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার আরও জানান, বাচ্চুর ছোট ভাই একসময় সুজানগর কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ধর্মীয় গোড়ামি ও ভ্রান্ত ধারণা থেকে প্রতিমা ভাংচুর করেন বলে পুলিশকে জানিয়েছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম