অসামাজিক কর্মকাণ্ডের দায়ে রেস্টুরেন্ট সিলগালা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১০:২৫ পিএম
চট্টগ্রামের ফটিকছড়িতে ঢাকাইয়া ফুড নামে একটি রেস্টুরেন্টে আপত্তিকর অবস্থায় নারী-পুরুষ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিলগালা করেছে প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলার বিবিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।
সূত্র জানায়, দীর্ঘদিন যাবত বিবিরহাট পৌর এলাকার ডাক-বাংলো মোড়ে ওই রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে আসছেন এলাকাবাসী। গোপন সংবাদের ভিত্তিতে নারী-পুরুষের অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার খবর পেয়ে প্রশাসন অভিযান পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে গেলেও রেস্টুরেন্টের দুই কর্মকর্তাকে আটক করে প্রশাসন। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পাই ঢাকাইয়া ফুড নামে একটি রেস্টুরেন্টে অসামাজিক কার্যক্রম চলছে। সঙ্গে সঙ্গে আমরা অভিযান পরিচালনা করি এবং ওই রেস্টুরেন্টের দুই কর্মকর্তাকে আটক করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে মুচলেকা নেই। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।