Logo
Logo
×

সারাদেশ

কোম্পানীগঞ্জে স্কুলে অগ্নিসংযোগের মামলায় ২ আ.লীগ নেতা গ্রেফতার

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১০:২২ পিএম

কোম্পানীগঞ্জে স্কুলে অগ্নিসংযোগের মামলায় ২ আ.লীগ নেতা গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় স্কুলশিক্ষকের করা মামলায় মো. আমিন উল্যাহ (৫৫) ও মো. আমির হোসেন (৪৮) নামে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে চরএলাহী ইউনিয়নের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় এবং রোববার দুপুরে তাদের নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।  

গ্রেফতারকৃত মো. আমিন উল্যাহ চরএলাহী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে ও মো. আমির হোসেন একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ২০১৩ সালে স্কুলে অগ্নিসংযোগের ঘটনায় কোম্পানীগঞ্জ মডেল স্কুলের শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় দুজনকে গ্রেফতার করে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) কোম্পানীগঞ্জ মডেল স্কুলের (কেজি) শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন বাদী হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কোম্পানীগঞ্জ মডেল স্কুলে হামলার অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা যুবলীগ সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, বসুরহাট পৌরসভা যুবলীগ সভাপতি শামসুদ্দিন নোমান, সাবেক কাউন্সিলর আবুল খায়েরসহ ৭১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ১০০-১৩০ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম