Logo
Logo
×

সারাদেশ

দেশের মানুষের স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি করতে হবে: ডা. বিধান রায়

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৯:৪৮ পিএম

দেশের মানুষের স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি করতে হবে: ডা. বিধান রায়

ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশের উন্নতি করতে হলে দেশের মানুষের স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি করতে হবে। প্রাথমিক শিক্ষাই একটি শিশুকে জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করে। সেই জায়গায় আমাদের জোর দিতে হবে। এ ব্যাপারে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেজন্য নেপকে আরও ক্ষমতায়ন করতে পারলে প্রাথমিক শিক্ষায় চলমান উন্নয়নকে অনেকটা ত্বরান্বিত করা যাবে।

সোমবার সকালে ময়মনসিংহ নগরীর নেপ একাডেমি ভবনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন যোগদান করা প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সনদপত্র প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এ সময় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপের মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার আজিজুল ইসলাম, নেপ পরিচালক জিয়া আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খানসহ নতুন যোগদান করা প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

পক্ষকালব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে ৪৮টি বিদ্যালয়ের ৮০ জন শিক্ষককে সনদ বিতরণ করা হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম