Logo
Logo
×

সারাদেশ

তৌহিদ হত্যায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৭:১৭ পিএম

তৌহিদ হত্যায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তৌহিদ স্বর্নামাত হত্যা মামলার আসামি মাদারীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এইচএম মনিরুজ্জামান আক্তার হাওলাদারকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের শকুনি লেকপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার লে. মো. শাহরিয়ার রিফাত অভি সোমবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

এইচএম মনিরুজ্জামান আক্তার হাওলাদার সাবেক মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী।

র‌্যাব জানায়, গত ১৯ জুলাই সদর থানাধীন খাগদী বাসস্ট্যান্ড এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রের মাঝামাঝি স্থানে মহাসড়কের উপর গণতান্ত্রিক ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীসহ জনসাধারণের ওপর শাজাহান খানের সমর্থিত ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিকসহ তার অনুসারীরা হাতবোমা, ঢাল, সড়কি, দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। ওই দিন সাবেক এই কাউন্সিলর আক্তার হাওলাদার তৌহিদ স্বর্নামাতের বাম পায়ের উরুতে গুলি করে হাড়ভাঙ্গা গুরুতর জখম করে।

এছাড়াও আক্তার হাওলাদারসহ তার সহযোগীরা তৌহিদ স্বর্নামাতের দুপায়ে ও বুকে গুলি, ধারাল অস্ত্রশস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে মারাত্মক জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদ স্বর্নামাত মারা যায়। এ ঘটনায় ২৬ আগস্ট সদর মডেল থানায় তৌহিদ স্বর্নামাত হত্যায় মামলা দায়ের করা হয়।

র‌্যাব জানায়, ওই মামলায় সাবেক এই কাউন্সিলর আসামি হন। তিনি ‘আক্তার বাহিনী’ নামে দুর্ধর্ষ গুণ্ডাবাহিনী পরিচালনা করতেন। গ্রেফতার সাবেক কাউন্সিলরকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম