Logo
Logo
×

সারাদেশ

শাশুড়িকে হত্যা করে সিন্দুকে রেখে দেন পুত্রবধূ

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৭:০৪ পিএম

শাশুড়িকে হত্যা করে সিন্দুকে রেখে দেন পুত্রবধূ

মানিকগঞ্জের সিংগাইরে শ্বাসরোধে শাশুড়ি হায়াতুন নেছাকে হত্যা করে সিন্দুকে রেখে দেন পুত্রবধূ রুনা। রোববার রাত সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়ির শয়ন কক্ষের সিন্দুকের ভিতর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় রুনা ও তার মাকে আটক করা হয়েছে।

সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল হাসপাতাল লাশ পাঠানো হয়েছে।

নিহত হায়াতুন নেছা (৬৫) ওই উপজেলার পৌর এলাকায় নয়াডাঙ্গী গ্রামের মাহামুদ কাজীর স্ত্রী।

এ ঘটনায় পুত্রবধূ রুনা বেগম ও ছেলের শাশুড়িকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার নয়াডাঙ্গী গ্রামের প্রবাসী আব্দুল খালেকের স্ত্রী রুনা ও তার শাশুড়ি নিজ বাড়িতে বসবাস করে আসছিলেন। মাঝে মধ্যে রুনা বেগম না বলে অন্যত্র চলে যান। এ নিয়ে শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শনিবার দুজনের মধ্যে কথা কাটাকাটি হওয়ার পর থেকে শাশুড়ি নিখোঁজ হন।

এদিকে পুত্রবধূ রোববার সকালে বাড়ি থেকে উপজেলা ধল্লা এলাকার নানির বাড়িতে চলে যান। বাড়ি ফাঁকা থাকায় আত্মীয়স্বজনরা হায়াতুন নেছাকে খোঁজাখুঁজি করতে থাকেন। সন্ধ্যার পর বউ তার মাকে নিয়ে বাড়িতে ফিরলে আত্মীয়স্বজনের জিজ্ঞাসার একপর্যায় সিন্দুকের ভেতর লাশ দেখায় রুনা। থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুত্রবধূ ও তার মাকে আটক করা হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম দুইজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম