Logo
Logo
×

সারাদেশ

গৌরনদী উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন গ্রেফতার

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১০:৪৫ পিএম

গৌরনদী উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন গ্রেফতার

বরিশাল জেলা পরিষদের সাবেক সদস্য ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এইচএম রাজু আহম্মেদ হারুনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার টরকী বন্দরের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

আটককৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন বাসায় তল্লাশি চালিয়ে কিছুই পায়নি। তার বিরুদ্ধে কোনো মামলাও নেই। এরপরও তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই আব্দুল হক শিকদার জানান, উপজেলা চেয়ারম্যান ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ ৪ নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় চেয়ারম্যান প্রার্থী মো. মনির হোসেনের সমর্থক আহত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউপির চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর মা তাপশী রানী গুহ বাদী হয়ে গত ৩ মে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে (হারুন) গ্রেফতার করে আদালতে সোপর্দ করা করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম