
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পিএম
বদরুদ্দোজা চৌধুরীকে চোখের জলে বিদায়

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৪:২৩ পিএম

আরও পড়ুন
মুন্সীগঞ্জের শ্রীনগরে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সোয়া ১০টার দিকে শ্রীনগর শাহ মোয়াজ্জেম হোসেন স্টেডিয়ামে হাজারও মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়।এসময় প্রিয় নেতাকে শেষ বারের মতো দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা।
এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
পরে সাবেক রাষ্ট্রপতির লাশ নিয়ে যাওয়ার কথা রয়েছে তার গ্রামের বাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দোহাটা গ্রামে। সেখানে বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় কফিল উদ্দিন চৌধুরী মেমোরিয়াল ইনস্টিটিউট মাঠে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।