গৌরীপুর স্বজনের কুইজ প্রতিযোগিতা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১০:২৮ পিএম
গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের ২১তম জন্মোৎসব উপলক্ষ্যে শনিবার ২টি কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দু’পর্বে ১৬৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, যুগান্তরের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা শিল্পপতি নুরুল ইসলাম স্মরণে কুরআন তেলাওয়াত, প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রথমপর্বে বিজয়ীরা হলেন প্রথম স্থান মোহাম্মদ সুমন, দ্বিতীয় স্থান তাসাদদুল করিম ও তৃতীয় স্থান আফরিনা নূর ঐশী। প্রথমপর্বে কুইজের বিষয় ছিল ‘দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশ।’ প্রারম্ভিক পর্বে প্রথম স্থান সুমাইয়া সুলতানা, দ্বিতীয় স্থান আশিকুর রহমান রাজিব ও তৃতীয় স্থান রজানুর রহমান নাজিম। বিচারকের দায়িত্ব পালন করেন প্রতিভা মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোমায়রা শাহরিন তুলি, দি চাইল্ড ব্লোজম কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষক নার্গিস সুলতানা, ক্লাব-৯৭ গৌরীপুরের মহিলাবিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার লিপি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার।
সভাপতিত্ব করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য দেন ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক শ্যামল কর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সম্পাদক মো. কামাল হোসেন, সহসভাপতি মহসিন মিয়া, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, মো. ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী প্রমুখ।