সাবেক এমপি-চেয়ারম্যানসহ আ.লীগের ১৪৮ জনের নামে মামলা, গ্রেফতার ১
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৮:০৬ পিএম
প্রতীকী ছবি
নওগাঁর মহাদেবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় সরকার বিরোধী মিছিলে ছাত্র-জনতার উপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় সাবেক এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪৮ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার উপজেলার চাঁন্দাশ ইউপির ডিমজাওন গ্রামের ইউনুস আলীর ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে মহাদেবপুর থানায় এ মামলা করেন। মামলায় সাবেক এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিমের ভাগ্নে ও সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলকে ওইদিনই গ্রেফতার করেছে পুলিশ।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে নাশকতার এ মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।