বিশ্ব শিক্ষক দিবস
জলঢাকায় ১০ম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৭:০০ পিএম
ছবি: সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জলঢাকা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ। জলঢাকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের আয়োজনে শনিবার সকালে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরো পয়েন্টে মিলিত হয়।
চাওড়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ফয়সাল হাসান শাহ, নাহিদ সারোয়ার, রেদোয়ান চৌধুরী, ফেরদৌসি আক্তার, মাহফুজার রহমান, গোলাম আজম, এস আই বড়বাবু, সাইয়্যেদাতুন নেছা, হারুন অর রশিদ, মইনুল হাসান প্রমুখ।
মানববন্ধন কর্মসূচির একপর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকরা বলেন, ১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার, তাই স্লোগানে ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানাচ্ছি।