Logo
Logo
×

সারাদেশ

শুল্ক ফাঁকি দিয়ে আসা কম্বলসহ চোরাকারবারি গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদক, তাহিরপুর

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১০:৪৪ এএম

শুল্ক ফাঁকি দিয়ে আসা কম্বলসহ চোরাকারবারি গ্রেফতার

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসা পৌণে পাঁচ লাখ টাকার কম্বলসহ আনোয়ার হোসেন নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আনোয়ার সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের আদর্শ গ্রামের (বুড়িপক্তন) মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

আনোয়ারকে গ্রেফতার ও আরও দুই চোরাকারবারিকে পলাতক আসামি দেখিয়ে তিন চোরাকারবারির বিরুদ্ধে চোরাচালানসহ সংশ্লিষ্ট ধারায় পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। 

শনিবার জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, শুক্রবার বিকালে জেলার মধ্যনগর থানা পুলিশের একটি টিম দক্ষিণ বংশীকুন্ডার আর্দশ গ্রামের (বুড়িপক্তন) একটি বসতঘরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৭৬টি শীতের কম্বল জব্দ করে। কম্বল চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় তাৎক্ষণিকভাবে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।

মধ্যনগর থানার ওসি মো. সজিব রহমান জানান, জব্দকৃত ভারতীয় কম্বলগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৫৬ হাজার টাকা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম