Logo
Logo
×

সারাদেশ

কেরানীগঞ্জে শতাধিক পরিবার পানিবন্দি

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১০:৪৬ পিএম

কেরানীগঞ্জে শতাধিক পরিবার পানিবন্দি

কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নিশানবাড়ি এলাকায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

শুক্রবার বিকালে সরেজমিন দেখা যায়, কারো থাকার ঘরে হাঁটু পানি, কারো চুলায় পানি, কারো টিউবওয়েল নিমজ্জিত পানিতে।

কৃষক নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, এলাকার পানি নিষ্কাশনের জন্য যে খালটি রয়েছে, সেটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটছে। ফলে একটু বৃষ্টি হলেই বাড়িঘরে পানি ঢুকে পড়ে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির ফলে ঘরসহ ফসলি জমি, বীজ তলা পানিতে তলিয়ে গেছে। গ্রামের শতাধিক বাড়িতে পানি উঠছে। এক ঘণ্টা বৃষ্টিতে পুরো এলাকা ডুবে যায়।

স্থানীয় বাসিন্দা মানিক বলেন, নিশানবাড়ি খালের প্রধান মুখটি ভরাট হওয়ায় পানি সরতে পারে না। এতে বৃষ্টি হলেই  ঘরে পানি ঢুকে পরে। পানি জমে থাকায় গ্রামে বসবাসরত কৃষির ওপর নির্ভরশীল মানুষগুলোর ক্ষতি হচ্ছে। ভোগান্তি লাঘবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, বিষয়টি আমার জানা নেই। পানিবন্দি এলাকাটি দ্রুত পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম