Logo
Logo
×

সারাদেশ

বাংলাদেশ মুসলমানের, তবে অধিকার সব ধর্মের মানুষের: ফয়জুল করীম

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১০:৩৪ পিএম

বাংলাদেশ মুসলমানের, তবে অধিকার সব ধর্মের মানুষের: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সোনার বাংলা, রূপসী বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা ও স্মার্ট বাংলা কোনো কিছুই জাতির অর্থনীতির মুক্তি দিতে পারেনি। এবার দেশের মানুষকে ইসলামি বাংলা প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হতে হবে। এ দেশ মুসলমানদের, তবে অধিকার সবার, সব ধর্মের মানুষের।

শুক্রবার হবিগঞ্জে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, মুসলমানরা ইসলামকে ভয় পায়। ইসলাম মানেই নারীদেরকে বস্তাবন্দি করা হবে। ইসলাম মানেই হলো আমাদের যুবক ভাইদের সবকিছু ছেড়ে দিয়ে মসজিদে ঢোকানো হবে। ইসলাম মানেই আমাদের স্বাধীনতা ভণ্ডুল করা হবে। এরকম হাজারও প্রশ্ন মুসলমানের মনে ঘুরপাক খাচ্ছে। অথচ ক্যাপিটালিজম, সোস্যালিজম, কমিউনিজম গণতন্ত্র কোনো আদর্শ স্থায়িত্ব পায়নি। কিন্তু বহু বছর ধরে ইসলাম স্থায়িত্ব লাভ করে আছে।

খোয়াইমুখ চত্বরে সংগঠনের হবিগঞ্জ জেলা সভাপতি মহিব উদ্দিন আহমদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হুদার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, মুফতি মঈন উদ্দিন খান আলমগীর, সিলেট বিভাগীয় শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোছাব্বির রনু, কাজল মিয়া, হারুনুর রশীদ, হাবিবুর রহমান চৌধুরী, শামসুল হক ওমর, কামাল উদ্দিন, আসাদুজ্জামান লিটন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম