Logo
Logo
×

সারাদেশ

সালিশি বৈঠকে মাতবরের মৃত্যু

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১০:২০ পিএম

সালিশি বৈঠকে মাতবরের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে সালিশি বৈঠকে মৃত্যুবরণ করেছেন মো. মিজানুর রহমান মোজন নামে এক মাতবর। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের আদম ব্যাপারী মো. নবীন হোসেনের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মিজানুর রহমান মোজন (৫২) কাঁঠালিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাঁঠালিয়া গ্রামের মোহাম্মদ আলী আকবর নামে এক তরুণ দুবাই যাওয়ার জন্য তিন বছর আগে একই গ্রামের আদম ব্যাপারী মোহাম্মদ নবীন হোসেনকে এক লাখ টাকা দেন। নবীন হোসেন বিদেশ পাঠানোর নামে শুধু সময়ক্ষেপণ করতে থাকেন।

পরে ওই ভুক্তভোগী আলী আকবর গ্রাম্য সালিশি বৈঠকের আয়োজন করেন নবীনের বাড়িতে। ওই সালিশি বৈঠকে মোহাম্মদ মিজানুর রহমান মোজন টাকা ফেরত দেওয়ার জন্য নবীনকে ধমক দেন। এ সময় হার্ট অ্যাটাকে মারা যান মাতবর মিজানুর রহমান। পরে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম