Logo
Logo
×

সারাদেশ

১০০ টাকার নিচে কোনো সবজি নেই নাইক্ষ্যংছড়ি বাজারে

Icon

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষংছড়ি (বান্দরবান)

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১০:১১ পিএম

১০০ টাকার নিচে কোনো সবজি নেই নাইক্ষ্যংছড়ি বাজারে

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি ও আশপাশের কয়েকটি বাজারে দুই থেকে তিন গুনের বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। ১০০ টাকার নিচে কোনো সবজি নেই নাইক্ষ্যংছড়ি উপজেলার বাজারগুলোতে।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিন নাইক্ষ্যংছড়ির সদর বাজার ও পার্শ্ববর্তী রামুর গর্জনিয়া বাজারে গিয়ে এ তথ্য জানা গেছে।

ভোক্তা আলি আকবর ও মাস্টার ফয়জুল হাসান জানান, সবজি উৎপাদনের জন্য গর্জনিয়া বাজারের সুখ্যাতি রয়েছে। তবে এর আঁচ ধরিয়েছে সীমান্ত চোরাকারবারিরা। তারা বেশি দামে পণ্য ক্রয় করে আরও বেশি দামে সীমান্তঘেঁষা মিয়ানমারের ব্যাঙঢুলা বাজারে বিক্রি করছে। যার ভোক্তা সে দেশের একটি বিদ্রোহী গোষ্ঠী।

সূত্র আরও জানায়, বর্তমানে দেশের সব বাজারে নিত্যপণ্যের মূল্য একদর। আর প্রান্তিক পর্যায়ের কৃষি উৎপাদনে অনন্য কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তবাসীর একমাত্র সাপ্তাহিক হাট গর্জনিয়া বাজারের দর দ্বিগুন থেকে তিন গুণ।

এ বাজারের চারপাশে কৃষি খেত রয়েছে হেক্টরের পর হেক্টর। অথচ এখানে একশ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। পাশের চরের উৎপাদিত বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা। এভাবে ঝিঙ্গা, চিচিঙ্গা, ঢেঁড়সসহ সবজি একশ টাকায় বিক্রি হয়। একই অবস্থা নাইক্ষ্যংছড়ির সব বাজারে।

এ ছাড়া দেশি মুরগি, ডিম, মাছ, ভোজ্যতেলসহ সব খাদ্যসামগ্রীর মূল্যও আকাশচুম্বী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম