Logo
Logo
×

সারাদেশ

সেনাবাহিনীর ‘গাড়ি পোড়ানো’ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৩:৫২ পিএম

সেনাবাহিনীর ‘গাড়ি পোড়ানো’ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

নীরব শিকদার।

গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকায় সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নীরব শিকদার (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নীরব পুইশুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সীতারামপুর গ্রামের আব্দুল মান্নান শিকদারের ছেলে।

শুক্রবার সকালে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও সেনা সদস্যদের অস্ত্র কেড়ে নিয়ে মারধরের ঘটনায় গত ২২ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলায় নীরব শিকদারকে গ্রেফতার করা হয়েছে। 

তিনি আরও জানান, শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম