Logo
Logo
×

সারাদেশ

২০ যানবাহন নিয়ে তিন দিন চরে আটকা ফেরি বেগম রোকেয়া

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১০:৪৭ পিএম

২০ যানবাহন নিয়ে তিন দিন চরে আটকা ফেরি বেগম রোকেয়া

ভোলা-লক্ষ্মীপুর রুটে ২০টি পণ্যবাহী ট্রাক ও যানবাহনসহ ফেরি বেগম রোকেয়া তিন দিন ধরে চরে আটকে আছে। স্থানীয় চেষ্টায় বৃহস্পতিবারও উদ্ধার সম্ভব হয়নি। উদ্ধারের জন্য ঢাকা থেকে একটি টিম এসেছে।

ফেরিতে আটকে থাকা যানবাহনগুলো নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিসির ম্যানেজার মো. কাওসার আহমেদ।

এদিকে ৩ দিন আটকে থাকায় ব্যবসায়ীদের কাঁচামালের পণ্য নষ্ট হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

মঙ্গলবার রাত আড়াইটায় এটি লক্ষ্মীপুরের রহমতখালি চরে আটকা পড়ে। জোয়ারের সময় এটি চরে উঠে যায়।

ফেরির মাস্টার সাইদুর রহমান জানান, ভোলার ইলিশা ঘাট থেকে রাত সাড়ে ১২টায় ১৫টি ট্রাক, ২টি পিকআপ, একটি প্রাইভেটকারসহ ২০টি যানবাহন নিয়ে লক্ষ্মীপুর মজুচৌধরী ঘাটের উদ্দেশ্যে ছাড়ে। রাত আড়াইটার দিকে এটি রহমতখালি চরে ওঠে যায়। জোয়ারে চরটি ডুবে থাকায় মোড় ঘুরতে ফেরি চরে ওঠে যায়। ওই চর থেকে তিন দিনেও নামানো সম্ভব হয়নি।

এটি উদ্ধারের জন্য ঢাকা থেকে বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আলী আহমেদের নেতৃত্বে একটি টিম উদ্ধারের জন্য লক্ষ্মীপুরে এসেছে।

ম্যানেজার কাওসার জানান, ভোলা-বরিশাল রুটের ফেরি দোলনচাপাকে বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থলে আনা হচ্ছে। এর পরেই আটকে থাকা ফেরি বেগম রোকেয়া থেকে যানবাহনগুলো নামানোর চেষ্টা করা হবে। এতে ফেরির ভার কমবে। এরপর চর থেকে উদ্ধারের জন্য অপর ফেরি দিয়ে চেষ্টা করা হবে।

অপরদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার ওই রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। বিকালে অপর একটি ফেরি যানবাহন পারাপার করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম