Logo
Logo
×

সারাদেশ

সাগরে ধরা পড়ল বিশালাকৃতির দুই জোড়া সেইল ফিস

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১০:৩১ পিএম

সাগরে ধরা পড়ল বিশালাকৃতির দুই জোড়া সেইল ফিস

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে এবার দুই জোড়া বিশালাকৃতির সেইল ফিস (যা জেলেদের ভাষায় পাখি মাছ) ধরা পড়েছে। বৃহস্পতিবার সকালে কুয়াকাটার আলীপুর বিএফডিসি মার্কেটে ৪টি মাছ বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়।

এ সময় মাছগুলো একনজর দেখতে আড়তপট্টিতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমান। এর একদিন আগে বঙ্গোপসাগরে ধরা পড়া একটি পাখি মাছ বিক্রি হয় একই মার্কেটে। 

জানা গেছে, আলীপুরের আমজেদ হোসেন মাঝির এফবি ফারজানা ট্রলারের ২টি মাছের ওজন ৭৫ কেজি ছিল, যা নিলামের মাধ্যমে সাড়ে সাত হাজার টাকায় আ. সালাম নামের এক ব্যবসায়ী ক্রয় করেন। অপর দুইটি পাখিমাছ একই এলাকার এফবি ভাইভাই ট্রলারের মাঝি বাদল মিয়া একই মার্কেটে বিক্রি করতে নিয়ে আসেন। কারিমা ফিসে মালিক মজিবুর রহমান নিলামের মাধ্যমে ওই মাছ দুটো ক্রয় করেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ জাতীয় মাছের পিঠে বিশাল আকারের পাখনা থাকায় স্থানীয়ভাবে এ মাছকে পাখি মাছ হিসেবেই জানেন। এটি সাগরের সবচেয়ে দ্রুতগতির জলজপ্রাণী বলেও তিনি উল্লেখ করেন। তার মতে মাছটি ঘণ্টায় ১১০-১৩০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। নৌকার পালের মতো এর পিঠের পাখনাটি দেখতে মনে হয় বলে একে সেইল (পাল) ফিস বলা হয়। মাছটি শিকারের কাছে এসে রং পরিবর্তন করতে পারে।

স্থানীয় ছেলেরা জানান, এ মাছটি তাদের কাছে গোলপাতা নামেও পরিচিত।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম