Logo
Logo
×

সারাদেশ

আন্দোলনে রিপন শীল নিহতের ঘটনায় আ.লীগ নেতা কারাগারে

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ পিএম

আন্দোলনে রিপন শীল নিহতের ঘটনায় আ.লীগ নেতা কারাগারে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে রিপন শীল নিহতের ঘটনায় গ্রেফতার জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শঙ্খ শুভ্র রায়কে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার বিকালে ঢাকায় পালানোর সময় র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান, তাকে রিপন শীল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে মোস্তাক আহমেদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হবে। তার রিমান্ডেরও আবেদন করা হবে।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রিপন শীল নামে এক সেলুন কর্মচারী নিহত হন। এ ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার অন্যতম আসামি শঙ্খ শুভ্র রায়। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। বুধবার ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত শঙ্খ শুভ্র রায় শহরের কালীবাড়ি রোড এলাকার প্রয়াত আশীষ কুমার রায়ের ছেলে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম