Logo
Logo
×

সারাদেশ

তাহিরপুরে জাদুকাটা নদীর তীরে ৪১৪ বোতল বিদেশি মদ জব্দ

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পিএম

তাহিরপুরে জাদুকাটা নদীর তীরে ৪১৪ বোতল বিদেশি মদ জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাদুকাটা নদীর তীর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ২৮ বিজিবি সুনামগঞ্জ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১২০৩-এর থ্রি এস সাব-পিলারের নিচে জাদুকাটা নদীর পশ্চিম তীর থেকে একাধিক কার্টুনে ভর্তি বিভিন্ন ব্রান্ডের ৪১৪ বোতল বিদেশি মদ জব্দ করে। 

বুধবার ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মহিদুর রহমান যুগান্তরকে বলেন, জব্দ করা বিদেশি মদের মূল্য প্রায় ৬ লাখ ২১ হাজার টাকা। 

এদিকে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল জব্দ করা হলেও এ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত কোনো মাদক চোরাকারবারি চক্রের সদস্যকে আটক করতে পারেনি বিজিবির ক্যাম্প কমান্ডার ও তার সঙ্গে থাকা টহল দলের সদস্যরা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম