Logo
Logo
×

সারাদেশ

প্রবাস ফেরত স্বামীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম

প্রবাস ফেরত স্বামীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

রাজবাড়ীর গোয়ালন্দে মো. সবুজ শেখ (৩৫) নামে সৌদি আরব ফেরত এক যুবককে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী রোকসানার (২৫) বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

মৃত সবুজ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়ার মো. আইনদ্দিন শেখের ছেলে। সবুজ-রোকসানার সংসারে ১০ ও ৩ বছর বয়সি দুটি কন্যা সন্তান রয়েছে।

সবুজের মা অভিযোগ করে বলেন, রোকসানার সঙ্গে রাসেল নামে একজনের পরকীয়া সম্পর্ক রয়েছে। এজন্য পরিকল্পিতভাবে আমার ছেলেকে ঘাস মারার ওষুধ খাইয়ে হত্যা করেছে তার স্ত্রী।

অভিযুক্ত স্ত্রী রোকসানা বেগম বলেন, স্বামীর সঙ্গে তার কখনো কোনো ঝগড়াঝাটি হয়নি। ডায়রিয়া হয়ে কয়েকবার বমি হওয়ার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। আমি তাকে হত্যা করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট সবুজ সৌদি আরব থেকে দেশে আসেন। ২৩ সেপ্টেম্বর গভীর রাতে নিজ বাড়িতে থাকাকালে সবুজ প্রচণ্ড বমি করতে শুরু করে। এ সময় পরিবারের লোকজন তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থা খারাপ বলে পরদিন ২৪ সেপ্টেম্বর তাকে ফরিদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান হতে ২৫ সেপ্টেম্বর পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চারদিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ২৯ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মৌখিকভাবে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পেয়েছি। লাশের ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম