Logo
Logo
×

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে আ.লীগ নেতা লতিফ গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১০:১১ পিএম

সিদ্ধিরগঞ্জে আ.লীগ নেতা লতিফ গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল লতিফকে গ্রেফতার করেছে পুলিশ। লতিফ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী ফোরামের সদস্য ছিলেন। তিনি (নাসিক) ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লার বাসিন্দা। 

বুধবার দুপুরে তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছেন বলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানিয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মনির হোসেন (৫৬) মৃত্যুবরণ করেন। মনির হত্যা মামলার এজাহারভুক্ত ৫৭নং আসামি লতিফ।

ঘটনাস্থলে থাকা কয়েকজন জানান, বুধবার দুপুরে আব্দুল লতিফকে পাইন্নাদি নতুন মহল্লা থেকে একটি গ্রুপ জমি দখলের অভিযোগ তুলে বেধড়ক মারধর করেন। পরে পুলিশে ফোন দিয়ে তাকে সোপর্দ করা হয়।

তবে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, গ্রেফতার এই নেতা রাজনীতিতে অনেকটা নিষ্ক্রিয় ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, স্থানীয় জনতা তাকে আটক করে আমাদের ফোন করেছেন। এরপর আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিয়ে এসেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম