Logo
Logo
×

সারাদেশ

দুর্নীতির অভিযোগে কুসিক নির্বাহী কর্মকর্তা অবরুদ্ধ, কক্ষে তালা

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১০:০৪ পিএম

দুর্নীতির অভিযোগে কুসিক নির্বাহী কর্মকর্তা অবরুদ্ধ, কক্ষে তালা

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলমের অনিয়ম, দুর্নীতি ও বেতন বৈষম্যেসহ নয় দফা দাবি আদায়ে বিক্ষোভ করেন সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মচারীরা।

বুধবার দুপুরে সিটি করপোরেশনের নগর ভবনে নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয়। দীর্ঘ ২ ঘণ্টা নির্বাহী কর্মকর্তাকে তার কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ রাখেন।

এ সময় হাজার কর্মচারী সিইইউর অফিসের সামনে অবস্থান করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টার পরে ব্যর্থ হয়। পরে সিটি করপোরেশনের প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আন্দোলনকারী কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে এই নির্বাহী কর্মকর্তা প্রকাশ্যে দুর্নীতি করে আসছেন, আমরা তার প্রতিবাদ করতে গেলে আমাদের চাকরি হারাতে হয়।

সাইফুল ইসলামের এক শ্রমিকরা জানান, আমাদের দৈনিক ৩৫০ টাকা নিতান্তই কম, যার ফলে তারা মানবতর জীবনযাপন করছে। বেতন বৃদ্ধিসহ তাদের দাবির মধ্যে প্রধান দাবি কাউন্সিলর পরিবর্তন হওয়ার কারণে কোনো কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে না। উৎসব ভাতা, মজুরি কমপক্ষে ১৬৫০০, বেতন মজুরিতে বৈষম্য দূর, মাতৃত্বকালীন ছুটি, প্রয়োজনীয় চিকিৎসা ব্যাবস্থা, বয়স সীমা শিথিল, চাকরি স্থায়ী,  শ্রমিক মৃত্যুবরণ করলে কমপক্ষে পাঁচ লাখ টাকা প্রদান, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

উল্লখ্য, দীর্ঘ ২০ বছর ধরে কুমিল্লার সেটেলম্যান্ট, পরিবেশ, ওয়াসা ও সিটি কর্পোরেশনে কাজ করে যাচ্ছেন তিনি। সুসম্পর্ক রেখেছে সকল রাজনৈতিক দলের নেতাদের সাথে। ঠিকাদারদের সাথে সুসম্পর্ক থাকার কারণে পেতেন বিশেষ সুযোগ সুবিধা। করতেন নিয়োগ বাণিজ্য, চেক জালিয়াতি, ডোবা-পুকুর ভরাট করে হোল্ডিং নাম্বার প্রদান, ওয়ার্ড সচিবদের চাকরি স্থায়ী করার লোভ দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ৩ থেকে ৪ লাখ টাকা। অবৈধভাবে বিল্ডিংয়ের প্ল্যান পাশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম