Logo
Logo
×

সারাদেশ

সিংগাইরে কোটি টাকাসহ যুবক গ্রেফতার

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৯:২২ পিএম

সিংগাইরে কোটি টাকাসহ যুবক গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইরে যৌথ বাহিনীর হাতে ব্যাগভর্তি এক কোটি টাকাসহ সোলায়মান নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার রাতে যৌথ বাহিনীর চেক পোস্ট চলাকালীন হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজিমপুর আজিজ ফিলিং স্টেশনের সামনে থেকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেটকারের যাত্রীর কাছ থেকে ব্যাগ পাওয়া যায়। 

ওই ব্যাগভর্তি এক কোটি টাকাসহ সোলায়মানকে আটক করা হয়। ওই টাকা জব্দ দেখিয়ে পরদিন তাকে আদালতে পাঠায় পুলিশ। গ্রেফতার সোলায়মান সিংগাইর পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাবুর ছেলে। তার বাড়ি পৌর এলাকার গোবিন্দল মহল্লায়।

সিংগাইর থানার এসআই আলী আজম বলেন, গ্রেফতার সোলায়মান আটক হওয়ার পর চেক পোস্টে যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদে নিজেদের ভাটার ইট বিক্রি ও দাদনের টাকা দাবি করলেও তাৎক্ষণিক কোনো প্রমাণাদি দেখাতে পারেননি। এ বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করতে পারলে জব্দ টাকা ফেরত পাবেন বলেও জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম