রৌমারী সীমান্তে প্রত্যাবর্তনকালে বিজিবির হাতে ১২ যুবক আটক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৮:৫৭ পিএম
রৌমারী সীমান্তে অবৈধ প্রত্যাবর্তনকালে ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
বুধবার ভোর ৫টার দিকে উপজেলার চর বোয়ালমারী নামক স্থানে মেইন পিলার ১০৫৮ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় জামালপুর ৩৫ ব্যাটালিয়নের রৌমারীর গয়টাপাড়া বিওপির বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে কাজের সন্ধানে ভারতের তামিলনাড়ু শহরে যান। দীর্ঘ এক মাস কাজ করার পর সেখানে কাজের পরিবেশ ভালো না থাকায় কয়েকজন দালালের মাধ্যমে বাংলাদেশে আসার পথে ভারতের ৪৫ কুকুরমারী বিএসএফ ক্যাম্পের সদস্যারা তাদের আটক করেন। পরে আটক ব্যক্তিদের অমানবিক নির্যাতন করে বাংলাদেশের বিভিন্ন জেলার ১২ জন যুবককে বিএসএফ কর্তৃক কাঁটাতারের গেট খুলে রাত আনুমানিক ৫টার দিকে বাংলাদেশে নামিয়ে দেন। স্থানীয় সোর্সের সহযোগিতায় গয়টাপাড়া বিওপির ক্যাম্পের বিশেষ টহল দল তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শেষে রৌমারী থানায় সোর্পদ করেন।
আটক বাংলাদেশিরা হলেন- কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার টাপুরচর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আশরাফুল আলম, চরজীতর গ্রামের আব্দুল হেলিমের ছেলে মোফাজ্জল হোসেন। ময়মনসিংহ জেলার ফুলপুর থানার নারিজেলী গ্রামের ওসমান আলীর ছেলে নবী হোসেন, সিংহের শবর গ্রামের আক্কেল আলীর ছেলে ফরকান আলী, কাতলী গ্রামের রমজান আলীর ছেলে হযরত আলী ও চর গোয়াডাঙ্গা গ্রামের তাফাজ্জল হোসেনের ছেলে শফিকুল ইসলাম, হালুয়াঘাট থানার সাকুয়াই গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে ওলিউল্লাহ, ভালুকা থানার মাহমুদপুর গ্রামের মোশারফ পাঠানের ছেলে ওবায়দী হাসান, জামালপুর জেলার সদর থানার পাথালিয়া সাতার মোড় এলকার ইসমাইলের ছেলে মানিক মিয়া, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চরসুমিল গ্রামের মোক্তার হোসেনের ছেলে আরিফ হোসাইন। নরসিংদী জেলার পাঁচদুনা থানার আসমান্দিরচরের নুরুল আমিনের ছেলে মিজানুর রহমান এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ হাতিবান্দা গ্রামের রহমত উল্লাহর ছেলে মনির হোসেন।
এ ব্যাপারে গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন জানান, বর্তমানে সীমান্ত পারাপার রোধে বিজিবির বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। আটক ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে রৌমারী থানায় সোর্পদ করা হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনর রশিদ বলেন, আটক বাংলাদেশি যুবকদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। আটক ব্যাক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।